রোপা আমন ধান কাটা শুরু হওয়ায় মুন্সীগঞ্জের কৃষকদের মুখে আনন্দ ছড়িয়ে পড়েছে। এবার জেলায় ধানের আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো।
জেলা কৃষি সম্প্রসারণ অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে রোপা আমন ধান আবাদ করা হয়েছে ৩ হাজার ৬৮১ হেক্টর জমিতে, যা সরকারি লক্ষ্যমাত্রা ৩ হাজার ৫৩৫ হেক্টরের চেয়ে ১৪৬ হেক্টর বেশি। সদর, টংগিবাড়ী, লৌহজং, শ্রীনগর, সিরাজদিখান ও গজারিয়ায় ব্যাপকভাবে ধান আবাদ হয়েছে।
লৌহজংয়ের হাড়িদিয়া গ্রামের কৃষক স্বপন ঢালী জানান, চার একর জমিতে ধান চাষে ফলন ভালো হয়েছে। বনসেমন্ত গ্রামের লতিফ শেখের ৭ একর জমির উচ্চ ফলনশীল ধানও এবার ভালো ফল দিয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান জানান, সরকার থেকে প্রণোদনার বীজ সরবরাহ এবং আধুনিক চাষপদ্ধতির প্রশিক্ষণের কারণে ফলন ভালো হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৯৫০ হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে এবং এ মাসের মধ্যে সম্পূর্ণ ধান কাটা শেষ হবে।


