শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

শেয়ার করুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, যিনি সাধারণত ‘তারেক জিয়া’ নামে পরিচিত।

অল্প বয়সেই রাজনীতিতে তারেক রহমানের হাতেখড়ি হয়। বগুড়া কমিটির সদস্য হিসেবে বিএনপির রাজনীতিতে তাঁর যাত্রা শুরু। মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে তিনি গাবতলী থানা বিএনপির নির্বাহী সদস্য হন। ২০০১ সালের নির্বাচনে নির্বাচনি প্রচারে সক্রিয় ভূমিকা রেখে দলীয়ভিত্তিতে ব্যাপক পরিচিতি পান।

২০০৭ সালে ১/১১-এর সরকারের সময় গ্রেপ্তারের পর নির্যাতনের শিকার হন তিনি। ২০০৮ সালে কারামুক্তির পর তাঁকে লন্ডনে পাঠানো হয়, সেখান থেকেই এখনো দল পরিচালনা করছেন। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ কাউন্সিলে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। পরে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান।

২০০৭ সালের পর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে তাঁর বিরুদ্ধে ৮৪টি মামলা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে এসব মামলায় দণ্ডিতও হন তিনি। তবে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর আদালত তাঁর সব সাজা বাতিল করে খালাস দেন। বর্তমানে তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলা বিচারাধীন নেই। তাঁর নেতৃত্বে বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

এদিকে জন্মদিন উপলক্ষে কোনো ধরনের উৎসব বা আনুষ্ঠানিকতা না করার নির্দেশনা দিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কেক কাটা, পোস্টার–ব্যানার লাগানো বা আলোচনা সভা না করার আহ্বান জানানো হয়েছে।

সাম্প্রতিক খবর

এই বিভাগের আরও খবর